রিয়াল মাদ্রিদ ছেড়ে লুকা মদ্রিচের এসি মিলানে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে। ক্লাব বিশ্বকাপের পর এই বর্ষীয়ান মিডফিল্ডার মিলানের ক্লাবটিতে যোগ দেবেন বলে জানান তারে।
গত কয়েক সপ্তাহ থেকেই শোনা যাচ্ছিল যে, এসি মিলান ও মদ্রিচের মধ্যে এরই মধ্যে সমঝোতা হয়ে গেছে। তবে ক্লাব বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দলবদলের ঘোষণা যেন না দেয়া হয়–সে অনুরোধ জানিয়েছিলেন তিনি। তারে মদ্রিচকে এসি মিলানের বর্তমান খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছেন এবং তিনি নতুন দলের জন্য অবদান রাখতে যে উত্তেজনা বোধ করছেন, তাও জানিয়েছেন।
আরও পড়ুন: পগবা-ফাতিকে ক্যারিয়ার বাঁচানোর সুযোগ দিচ্ছে ফরাসি ক্লাব
এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর তারে গণমাধ্যমকে বলেন, 'আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং একজন তরুণকে দেখতে পেলাম, যিনি প্রতিদ্বন্দ্বিতা করতে মুখিয়ে আছেন। তার নিবেদন একটি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা তার মতো খেলোয়াড় ও নেতা খুঁজছে। লুকা আমাকে প্রথম যে প্রশ্নটি করেন: "আমরা কি এমন দল গড়তে চাচ্ছি যারা চ্যাম্পিয়নশিপ জিততে চায়?"
'সে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং এখানেও নায়কের ভূমিকায় থাকতে চায়, মানসিকতা, নেতৃত্বগুণ এবং পেশাদারিত্বের দিক থেকে সে যা দলের মধ্যে ছড়িয়ে দেবে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে মিলানের ভক্ত — এই বিষয়টি এই গল্পকে আরও রোমাঞ্চকর করে তোলে। তার জন্য এটি দারুণ হবে যদি সে সামনে একটি মৌসুমে প্রধান ভূমিকায় থাকতে পারে, কারণ মৌসুমের শেষেই রয়েছে বিশ্বকাপ।'
৩৯ বছর বয়সী মদ্রিচ স্পেনের রাজধানীতে ১৩টি দুর্দান্ত মৌসুম কাটিয়েছে। মাদ্রিদের ক্লাবটিত থেকেই অবসরের কথা ভাবলেও এই মৌসুম শেষে আর নতুন করে চুক্তির প্রস্তাব না দেয়ার সিদ্ধান্ত নেয় ক্লাবটি। ফলে মদ্রিচ সিরি আ'য় পা বাড়ালেন। তবে গত মৌসুমটা এসি মিলানের ভালো কাটেনি, লিগে অষ্টম স্থানে থেকে শেষ করেছে। ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির অধীনে ঘুরে দাঁড়াতে তারা গ্রানিত জাকা, জাভি গুয়েরা ও আরডন জাশারিকেও দলে টানতে কাজ করছে মিলানের ক্লাবটি।