মদ্রিচের আইকনিক জার্সি এখন এমবাপ্পের

৩ সপ্তাহ আগে
রিয়াল মাদ্রিদের হয়ে নতুন মৌসুমে আইকনিক দশ নম্বর জার্সি পরে খেলবেন কিলিয়ান এমবাপ্পে। দীর্ঘ ১৩ বছরের অধ্যায় শেষে ক্লাবের কিংবদন্তি ফুটবলার লুকা মদ্রিচ এসি মিলানে পাড়ি জমানোয়, শূন্য তার ১০ নম্বর জার্সি। সেটাই এবার পাচ্ছেন এমবাপ্পে। এমন খবর এসেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনে। সমর্থকদের চাওয়া নতুন জার্সিতে নতুন মৌসুমে ব্যর্থতা ভুলে ক্লাবকে সাফল্য উপহার দেবেন এমবাপ্পে।

ক্যারিয়ারের শুরু থেকেই স্বপ্ন দেখেছেন রিয়াল মাদ্রিদে খেলার। সে স্বপ্ন পূরণের পথে এসেছে একের পর এক প্রতিবন্ধকতা। তবুও ভেঙ্গে পড়েননি কিলিয়ান এমবাপ্পে। খুব অল্প বয়সেই পেয়েছেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ। তবে, ২০২২ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেও স্বপ্ন ভাঙার বেদনায় নীল হয়েই মাঠ ছাড়তে হয়েছিলো। ক্লাব ক্যারিয়ারে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা পূরণ করতে পারেননি। দল ছাড়তে চাওয়ায় এসেছে নানা শর্ত ও বাধা। তবে, সব প্রতিকূলতা জয় করে ২০২৪ সালে স্বপ্নের ক্লাবে পা রেখেছিরেন এমবাপ্পে।


রিয়াল মাদ্রিদে শুরুটা প্রত্যাশিত না হলেও, ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোলের রেকর্ড ভাঙেন এমবাপ্পে। সবশেষ লা লিগায় ৩১ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরার হয়েছেন। শুরুর হতাশা কাটিয়ে দলের সবচেয়ে বড় তারকা এখন এমবাপ্পে। তবে, গেলো মৌসুমটা প্রত্যাশিত যায়নি রিয়াল মাদ্রিদের। লা লিগায় শিরোপা হারিয়েছে বার্সেরোনার কাছে। চ্যাম্পিয়ন্স লিগেও ব্যর্থ হয়েছে ১৫ বারের শিরোপাজয়ীরা।


আরও পড়ুন: বিক্রি হলো মেসির পছন্দের গোলের শিল্পকর্ম, নিলামে দাম উঠল কত 
 

10

— Kylian Mbappé (@KMbappe) July 23, 2025



মৌসুমটা বিবর্ণ কাটলেও, নতুন মৌসুমে নতুন ও পুরনোদের নিয়ে দলকে ঢেলে সাজানোর চেষ্টা করছেন কোচ চাবি আলোনসো।। এমবাপ্পের জার্সি নম্বরেও আসছে পরিবর্তন। লুকা মদ্রিদের আইকনিক ১০ নম্বর জার্সি পড়ে আগামী মৌসুম থেকে খেলবেন এমবাপ্পে। ক'দিন আগেই ক্লাবের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের বন্ধন ছিন্ন করে এসি মিলানে পা রেখেছেন লুকা মদ্রিচ। তার বিদায়ের পর এ জার্সি নম্বরটি এমবাপ্পের জন্য উন্মুক্ত হয়।


ফ্রান্স জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেই খেলেন এমবাপ্পে। ইএসপিএনের খবর, শুরু থেকেই পরিকল্পনা ছিল, ১০ নম্বর জার্সি খালি হলে এমবাপ্পে সেটা পরবেন। যদি মদ্রিচ আরও এক বছরের জন্য চুক্তি নবায়ন করতেন, এমবাপ্পে তখন ৯ নম্বর জার্সি পরেই খেলার জন্য প্রস্তুত ছিলেন। তবে, ক্রোয়াট তারকা দল ছাড়ায় সে জার্সি যাচ্ছে এমবাপ্পের কাছে।


বাজে মৌসুমের মতো সবশেষ ফিফা ক্লাব বিশ্বকাপেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি এমবাপ্পে। গ্রুপপর্বে গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। খেলতে পারেননি গ্রুপপর্বের ম্যাচগুলোতে। পরে নকআউট পর্বে ফিরলেও সেমিফাইনালে তার সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রিয়াল। নতুন মৌসুমে সে ব্যর্থতা ঘোঁচানোর লক্ষ্য এমবাপ্পের।

]]>
সম্পূর্ণ পড়ুন