মদ চোরাচালানের সময় স্বামী-স্ত্রী আটক

২ সপ্তাহ আগে
বান্দরবানে মদ চোরাচালানের সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৮ নভেম্বর) বিকেলে রেইচা আর্মি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৮ লিটার চোলাই মদ জব্দ করা হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেনাবাহিনী।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেল ৪টা ৪০ এর সময় রেইচা আর্মি ক্যাম্পের চেকপয়েন্টে দায়িত্বে নিয়োজিত সেনা সদস্যরা নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় সাঙ্গু পরিবহনের একটি বাস থামিয়ে সন্দেহভাজন যাত্রীদের যাচাই-বাছাই করেন।

 

তল্লাশিকালে সেনা সদস্যরা পলিথিন ব্যাগ, বোতল এবং স্যালাইন ব্যাগে ভর্তি মোট ৮ লিটার দেশীয় মদ উদ্ধার করেন। এসময় দুই মাদক ব্যবসায়ীকে (স্বামী-স্ত্রী) হাতেনাতে আটক করা হয়।

 

আরও পড়ুন: রংপুরে সেনাবাহিনীর অভিযানে চোলাই মদ উদ্ধার, আটক ২

 

আটককৃতরা হলেন মো. ইব্রাহিম (৩৪) ও তার স্ত্রী রুনা আক্তার (৩২)। তাদের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলি থানার পাথরঘাটা এলাকায়।

 

পরে উদ্ধারকৃত দেশীয় মদ এবং আটককৃতদের বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

]]>
সম্পূর্ণ পড়ুন