সোমবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তৃপ্তি মন্ডল ওই গ্রামের অবনীশ মন্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, তৃপ্তি মন্ডল বাড়ির পাশে মাঠে ঘাস কাটছিলেন। এ সময় প্রতিবেশী শংকর মন্ডল (৫৫) তাকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এরপর সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: ফরিদগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টা, নারী আটক
নিহতের স্বামী অবনীশ মন্ডল জানান, শংকর মন্ডল দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এছাড়া টাকা-পয়সা লেনদেন নিয়েও তাদের মধ্যে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বাবলুর রহমান খান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।