মণিরামপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

৪ সপ্তাহ আগে
যশোরের মণিরামপুরে আশরাফুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শাহিন তারেক নামে আরও একজন আহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজগঞ্জ মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে।

 

নিহত আশরাফুল ইসলাম ওই গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি চালুয়াহাটি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের আগে আশরাফুল ইসলাম তার গ্রামের বিএনপি কর্মী কামালসহ ৪/৫জনকে মারধর করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিলো। আজ রাত ৯টার দিকে নিজ গ্রামের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আশরাফুল ইসলাম। সাড়ে ৯টার দিকে সবুজসহ ২জন চায়ের দোকানে এসে আশরাফুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যান। এসময় ঠেকাতে গেলে শাহিন তারেক নামে আরও একজনকে কুপিয়ে জখম করে ন তারা।

 

আরও পড়ুন: পিরোজপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

 

এসময় ঘটনাস্থলেই মারা যান আশরাফুল। আহত শাহিন তারেককে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

 

জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার শাকিরুল ইসলাম জানান, আহত শাহিন তারেকের ফুসফুস আঘাতপ্রাপ্ত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

 

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, আশরাফুল নামে একজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

 

]]>
সম্পূর্ণ পড়ুন