মঠবাড়িয়ায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

১ দিন আগে
পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের একদিন পর তামিম হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মরদেহ ডোবা থেকে উদ্ধোর করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে মঠবাড়িয়ার টিকিকাটা গ্রামের কৃষিজমির একটি ডোবা থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে বুধবার বিকেলে পঙ্গু বাবার অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করে দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে মরদেহ মাঠের ডোবায় ফেলে রাখে।


নিহত তামিম হোসেন মঠবাড়িয়া পৌরশহরেরর দক্ষিণ মিঠাখালী মহল্লার অটোচালক ইয়াকুব আলী ফরাজির ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ালেখা করছিল।

আরও পড়ুন: পূর্বধলায় ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

থানা ও পারিবারিকে সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া পৌরশহরের দক্ষিণ মিঠাখালী মহল্লার বাসিন্দা অটোচালক মো.ইয়াকুব ফরাজি সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পঙ্গু হয়ে বাড়িতে শয্যাশায়ী। তিন সদস্যের পরিবারের ভরণপোষণ চলতো তার অটো চালিয়ে। চরম অর্থকষ্টে পড়ায় পরিবারের একমাত্র স্কুল পড়ুয়া ছেলে তামিম হোসেন হোসেন স্কুলের ফাঁকে ফাঁকে বাবার অটোরিকশা চালিয়ে পরিবারে অর্থের জোগান দিতো। 


বুধবার বিকেলে সে বাবার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের স্বজনরা গভীর রাত পর্যন্ত তার খোঁজ পায়নি।


বৃহস্পতিবার মঠবাড়িয়া উপজেলার টিকিাকাটা সাইফী নগর মাদ্রাসা সংলগ্ন কৃষিজমির ডোবায় মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী থানায় খবর দেয়। শিশুটির পরিবারের স্বজনরা খবর পেয়ে থানায় এসে তার মরদেহ সনাক্ত করে।

আরও পড়ুন: বাবাকে কুপিয়ে হত্যার পর ৯৯৯-এ মেয়ের ফোন

নিহত তামিম হোসনের শোকাহত মা তাজেনুর বেগম বলেন, ‘আমার স্বামী পঙ্গু হয়ে ঘরে পড়ে আছে। পেটের দায়ে আমার ছেলে মাঝে মাঝে বাবার অটোরিকশা চালিয়ে পরিবারের খরচ চালায়। বুধবার বিকেলে সে অটো নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। দুর্বৃত্তরা আমার ছেলেকে মেরে ফেলে অটোরিকশা নিয়ে পালিয়েছে। আমি আমার শিশু হত্যার কঠোর বিচার চাই।’


মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রামবাসীর কাছে খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে। ঘটনা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন