মজলুম হেফাজত নেতৃবৃন্দকে উত্তরা উলামা পরিষদের সংবর্ধনা

৩ সপ্তাহ আগে
শাপলা থেকে জুলাই বিপ্লব শহিদদের মাগফিরাত কামনা, ভারতীয় আগ্রাসন মোকাবিলায় উলামায়ে কেরামের করণীয় শীর্ষক আলোচনা ও আওয়ামী সরকারের আমলে মিথ্যা মামলা ও জেল জুলুমের শিকার হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আপোষহীন মজলুম আলেমদের সংবর্ধনা দিয়েছে বৃহত্তর উত্তরা উলামা পরিষদ।

মঙ্গলবার (১৪জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা শেখ আজিমুদ্দিনের সভাপতিত্বে, মাওলানা আবু সালেহ রহমানী ও মুফতি নেয়ামতুল্লাহ আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমান। এসময় বৃহত্তর উত্তরার মজলুম আলেমদেরকেও সংবর্ধিত করা হয়।

 

এ সময় প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, ভারতীয় আগ্রাসনের মোকাবিলায় আমাদের সংবিধানের মূলনীতিতে ভারত থেকে পাচারকৃত ধর্মনিরপেক্ষ মতবাদ, এটাকে বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে। ভারতীয় সেবাদাষীকে আমরা এ দেশে জায়গা দেই নাই। সুতরাং, ভারতের পাচারকৃত এই ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠাতে হবে। মনে রাখবেন, বাংলাদেশের স্বাধীনতা ও ইসলাম এক সূত্রে গাথা। বাংলাদেশে ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা হারিয়ে যাবে। যারা ইসলামবিদ্বেষী তারাই বাংলাদেশের শত্রু।

 

আরও পড়ুন: সিলেটের মাহফিলে ‘তুমি’ সম্বোধনের যে ব্যাখ্যা দিলেন আজহারী

 

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, এদেশের আলেম সমাজ কোনোদিন নিজের স্বার্থর জন্য লড়াই করে নাই। ক্ষমতায় যাওয়ার জন্য লড়াই করে নাই। আলেম সমাজ লড়াই করেছে বাংলাদেশের মুসলমানদের পক্ষে লড়াই করেছে। বাংলাদেশের ইসলাম রক্ষার জন্য লড়াই করেছেন। এবং তারই ধারাবাহিকতায় ২০১৩ সালের শহিদরা ইসলাম রক্ষার জন্য শহিদ হয়েছে। তারই ধারাবাহিকতায় এই জুলাই বিপ্লবেও মাদরাসার ছাত্র ও শিক্ষকরা  লড়াই করে ভারতের দালাল শেখ হাসিনাকে পরাজিত করেছে।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, ড. আহমদ আব্দুল কাদের, মুফতি মনির হুসাইন কাসেমী, মাওলানা জালালুদ্দিন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি নুর হুসাইন নুরানি, মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীসহ হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

]]>
সম্পূর্ণ পড়ুন