বুধবার (২৪ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটনে অবস্থিত এসেম্বিলিস অফ গডস (এজি) চার্চ সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে।
সিয়াম ওই এলাকার একটি ডেকোরেটর দোকানে কাজ করতেন। তার বাবার নাম আলী আকবর। তাদের গ্রামের বাড়ি খুলনায়। পরিবারের সঙ্গে ইস্কাটনের দুই হাজার গলিতে থাকতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙের দোকানে চা খাচ্ছিলেন সিয়াম। রাত পৌনে ৮টার দিকে হঠাৎ ফ্লাইওভার থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি ওই যুবকের মাথা এসে পড়ে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মারা যান তিনি।
ছেলের মৃত্যুর খবরে ঘটনাস্থলে হাজির হয়েছে ওই যুবকের বাবা-মাম। কান্নায় ভেঙে পড়েছেন তারা।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। আর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালাচ্ছে।
আরও পড়ুন: গাইবান্ধায় সড়কে প্রাণ গেল ২ জনের
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের ডেপুটি কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, ‘ফ্লাইওভার থেকে ককটেল মারার উদ্দেশ্য, জনমনে আতঙ্ক সৃষ্টি করা। এর আগেও একই ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। সাধারণত ককটেলগুলোতে ক্ষতির সম্ভাবনা কম থাকে। কিন্তু সরাসরি মাথায় বিস্ফোরণ ঘটার কারণেই, এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে।’
বড় দিনকে ঘিরে সহিংসসতার কোনো অংশ কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা শুধু আজকে প্রথম ঘটেছে তা না। মাঝে মাঝে এ ধরনের ঘটনা এ এলাকায় ঘটেছে। সন্ধ্যা বা রাতে এমনটা ঘটিয়ে থাকে দুর্বৃত্তরা। এটারই ধারাবাহিকতা আজকের ঘটনা। আমার মনে হয় না অন্য কোনো কিছু।’
তদন্ত করে এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
]]>

৩ সপ্তাহ আগে
২








Bengali (BD) ·
English (US) ·