সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে বাংলাদেশের জামায়াতে ইসলামীর এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেছেন, সাড়ে 15 বছর শাসন নয়, আওয়ামী লীগ সরকার দেশকে শ্মশানে পরিণত করেছে। শেখ হাসিনা স্বাধীনতার চেতনার কথা বলে বাংলাদেশকে অন্য দেশের কাছে ইজারা দিয়েছিল।
তিনি বলেন, যারা এক সময় সংখ্যালঘুদের জায়গা-জমি ছিনিয়ে নিয়েছে তারাই এখন মায়া কান্না কাঁদে তাদের জন্য। এছাড়া মঈনুদ্দিন ও ফখরুদ্দিন সরকার জামায়াতের ক্ষতি করেছে।
এসময় নেতাকর্মীদের উদ্দেশে জামায়াতের আমির বলেন, আমাদের পেটকে স্বৈরাচারী শেখ হাসিনার মত সাগর বানানোর প্রয়োজন নেই।
আরও পড়ুন: আন্দোলনে আহতদের পুনর্বাসনে পাশে থাকবে জামায়াত: শফিকুর রহমান
পথ সভায় রংপুর সদর উপজেলার আমির মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতাকর্মীরা।