ভয়াবহ বন্যা: ইসরাইলের দীর্ঘতম ২ মহাসড়ক বন্ধ

২ সপ্তাহ আগে
দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা বন্যায় প্লাবিত হওয়ার পর রোববার (৪ মে) ইসরাইলের দীর্ঘতম দুটি মহাসড়ক বন্ধ করে দেয় স্থানীয় কর্তৃপক্ষ। সাম্প্রতিক দাবানলের ধ্বংসযজ্ঞকে আরও বাড়িয়ে দিয়েছে এ বন্যা।

ইসরাইলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ইসরাইলের দীর্ঘতম সড়ক ‘রুট ৯০’-এর সামার শহরের কাছে, মেনুচা জংশন এবং কিবুৎজ কেতুরাসহ একাধিক অংশ বন্ধ করে দেয়া হয়। মহাসড়কটি প্রায় ৪৮০ কিলোমিটার (৩০০ মাইল) দীর্ঘ।

 

এই মহাসড়কটি ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ সড়ক, যা লেবাননের উত্তর সীমান্তে মেটুলা থেকে শুরু করে গ্যালিলি সাগরের পশ্চিম তীর ধরে জর্ডান উপত্যকার মধ্য দিয়ে আরাভা উপত্যকা পেরিয়ে আইলাত পর্যন্ত বিস্তৃত।

 

ইসরাইলের পাবলিক ব্রডকাস্টার কেএএন জানিয়েছে, পুলিশ ইলাত থেকে বেয়ার ওরা অভিমুখে উত্তর দিকের বের হওয়ার পথটি বন্ধ করে এবং ‘হাইওয়ে ১২’ দিয়ে শহরের বহির্গমন পথটিও সিল করা হয়। 

 

আরও পড়ুন: দাবানল থেকে বাঁচতে ইসরাইলি সেনাদের ছোটাছুটি, ভিডিও ভাইরাল

 

একইভাবে মিৎজপে র‍্যামন থেকে সিহোর জংশন পর্যন্ত উভয় দিকে যানবাহন চলাচলের জন্য বন্ধ ছিল ইসরাইলের দ্বিতীয় দীর্ঘতম সড়ক ‘হাইওয়ে ৪০’। এটি প্রায় ৩০২ কিলোমিটার (১৮৮ মাইল) দীর্ঘ। 

 

הסערה הגיעה לדרום: הצפות חריגות בדימונה, נחסמו היציאות מאילת

התיעודים המלאים | https://t.co/7M7uvKd7rs pic.twitter.com/xv3AXiaa4W

— החדשות - N12 (@N12News) May 4, 2025

 

মধ্য ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল, এই মহাসড়কটি দক্ষিণে কফার সাবাকে বেয়ারশেবার সাথে সংযুক্ত করে।

 

কেএএন আরও জানায়, চরম আবহাওয়ার কারণে পুলিশ দক্ষিণাঞ্চলজুড়ে ট্র্যাফিক আপডেট এবং রাস্তা বন্ধের নোটিশ জারি করেছে।

 

গেল বৃহস্পতিবার দাবানল শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই ইসরাইলে এই বন্যা দেখা দিলো। জানা যায়, ওই দাবানলে পুড়েছে জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে ৪ হাজার ৯৪০ একর এলাকা। 

 

আরও পড়ুন: এবার ভয়াবহ বন্যার কবলে ইসরাইল

 

সূত্র: টাইমস অব ইসরাইল

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন