ভ্রাম্যমাণ আদালতের সামনে যাত্রীকে পেটালেন শ্রমিকরা

২ সপ্তাহ আগে
ঈদযাত্রায় ফিরতি টিকিটের দাম বেশি নেয়ার অভিযোগ করেন এক যাত্রী। এ অভিযোগ পেয়ে বাস টার্মিনালের কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্ষিপ্ত হয়ে অভিযোগকারী যাত্রীকে ছিনিয়ে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের সামনে বেধড়ক মারধর করেন পরিবহন শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের থেকে ছিনিয়ে নিয়ে যাত্রীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলাবাসীর মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। পুলিশ ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না নেয়ায় সাধারণ যাত্রীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

 

ঢাকাগামী যাত্রী নুসরাত শাম্মী বলেন, যাত্রীরা পরিবহন শ্রমিকদের কাছে জিম্মি। ফ্যাসিস্টের আমলেও যাত্রীরা জিম্মি ছিল, এখনো আছে। আজ আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে কয়েকজন মিলে এক যাত্রীকে মারধর করেছে। আমাদের নিরাপত্তা কোথায়?

 

তালহা জুবায়ের নামে আরেক যাত্রী বলেন, বেশি ভাড়া নেয়ায় পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারের নামে অভিযোগ করেন এক যাত্রী। অভিযোগ পেয়ে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসালে পরিবহন শ্রমিকরা অভিযোগকারী যাত্রীকে মারধর করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে চারটার দিকে এক যাত্রী জরুরি সেবা হটলাইনে ফোন করে পূর্বাশা পরিবহনের ঝিনাইদহ কাউন্টারে বেশি ভাড়া নেয়া হচ্ছে বলে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাসের নেতৃত্বে ওই কাউন্টারে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। বিকাল ৫টার দিকে অভিযান শুরু হলে অন্যান্য বাস কাউন্টারের কর্মীরা ধর্মঘট শুরু করেন। এ সময় তারা ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ করে অভিযোগকারী যাত্রীকে ছিনিয়ে নিয়ে মারধর করেন পরিবহন শ্রমিকরা।

 

আরও পড়ুন: অতিরিক্ত ভাড়া নিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে: হাইওয়ে পুলিশপ্রধান

 

জানা গেছে, ঝিনাইদহ টু ঢাকা বাস ভাড়া ৬৫০ টাকা হলেও কাউন্টারের শ্রমিক নেতারা ৮০০ টাকা ভাড়া নিচ্ছেন। এ নিয়ে যাত্রীদের মাঝেও ক্ষোভ বিরাজ করছে।

 

ঝিনাইদহ পরিবহন বাস মালিক সমিতি পরিচালনা পরিষদের প্রধান রোকনুজ্জামান রানু বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। অভিযান পরিচালনার সময় সমিতির ঊর্ধ্বতন লোকজন আদালতের সঙ্গে উপস্থিত থাকলে এই ঘটনা ঘটতো না। যাত্রীদের সেবায় আমাদের শ্রমিক ভাইয়েরা রাত দিন কাজ করে যাচ্ছেন। যে ভুল বোঝাবুঝি হয়েছে, তা আমরা সবাই মিলে আলোচনার মাধ্যমে সমাধান করব।

 

আরও পড়ুন: স্বস্তির ঈদযাত্রায় ঘটছে দুর্ঘটনা, কী পরামর্শ বিশেষজ্ঞদের

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস বলেন, বেশি ভাড়া আদায়ের খবর পেয়ে বাস টার্মিনালে পূর্বাসা বাস কাউন্টারে যাই। ওই সময় এক যাত্রী মিডিয়ায় সাক্ষাৎকার দেয়ার সময় বেশি ভাড়া রাখার কথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে পরিবহন শ্রমিকরা তাকে মারধর শুরু করেন। পরে পরিবহন মালিক সমিতির ঊর্ধ্বতন কয়েকজন ওই যাত্রীকে উদ্ধার করেন। শ্রমিকরা আদালতকে অবরুদ্ধ করে ও যাত্রীকে মারধর করে চরম ধৃষ্টতা দেখিয়েছে। প্রশাসনিকভাবে পরবর্তী করণীয় সম্পর্কে আলাপ আলোচনা চলছে বলে জানান তিনি। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন