ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আকাশে উড়ল ৮০ টিয়া পাখি, কারাগারে দুই ব্যক্তি

৪ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই পাখি শিকারীকে যথাক্রমে ২০ দিন ও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেণ ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ জুলাই) রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের করিমবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ড দেয়া হয়।

এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা ৮০টি টিয়া পাখি অবমুক্ত করা হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।

 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করিম বাজারে বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে টিয়া পাখি আটকে রাখার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করে পুলিশ ও রাজশাহীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

 

আরও পড়ুন: ঝালকাঠিতে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির ছানা হত্যা!

 

অভিযানের সময় দুই ব্যক্তির কাছে থাকা ৮০ টি টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের একজনকে ২০ দিন ও অপরজনকে ৩ দিনের কারাদণ্ড দেন। রাতে উদ্ধার করা পাখিগুলো উপজেলা পরিষদ চত্ত্বরে এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মুক্ত আকাশে ছেড়ে দেয়া হয়।

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় শহরের বুকে মানুষের মমতায় গড়ে ওঠা পাখিদের স্বর্গ

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতে শিবগঞ্জ উপজেলা প্রশাসন সব সময় বদ্ধপরিকর।

]]>
সম্পূর্ণ পড়ুন