এটি মালয়েশিয়ার নতুন ন্যাশনাল ইন্টিগ্রেটেড ইমিগ্রেশন সিস্টেম (এনআইআইএসই)’ র একটি পাইলট প্রকল্প।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, এই পরীক্ষামূলক ব্যবস্থাটি ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
আরও পড়ুন:মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় যুক্ত হচ্ছে আঙুলের ছাপ
এই সুবিধা পেতে ভ্রমণকারীদের প্রথমে MyNIISe অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। এরপর তারা এই অ্যাপের মাধ্যমে একটি কিউআর কোড তৈরি করতে পারবেন। এই কোড ব্যবহার করে ইমিগ্রেশন কাউন্টার পার হওয়া যাবে। যারা পরিবার বা দল নিয়ে গাড়িতে ভ্রমণ করছেন, তারা একটি মাত্র কিউআর কোড ব্যবহার করে পুরো দলের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
এই সময়ের মধ্যে সিঙ্গাপুরসহ অন্যান্য দেশের বিদেশি ভ্রমণকারীরা তাদের পাসপোর্ট দেখানোর প্রয়োজন ছাড়াই কিউআর কোড ব্যবহার করে জোহরের স্থল সীমান্ত চৌকিগুলো পার হতে পারবেন।
যদিও এই সুবিধাটি চালু হচ্ছে, যাত্রীদের নিরাপত্তার জন্য তাদের পাসপোর্ট এবং অন্যান্য জরুরি ভ্রমণ নথি সঙ্গে রাখার পরামর্শ দেয়া হয়েছে, যা মালয়েশিয়ার আইন অনুযায়ী বাধ্যতামূলক।
এই কিউআর কোড সুবিধাটি শুধুমাত্র জোহরের স্থল সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না। এটি ধাপে ধাপে দেশের প্রধান বিমানবন্দরগুলোতেও চালু করা হবে।
আরও পড়ুন:বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরে যা বললেন রাষ্ট্রদূত
এর মধ্যে রয়েছে; কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ ও ২, পেনাং আন্তর্জাতিক বিমানবন্দর, কোটা কিনাবালু আন্তর্জাতিক বিমানবন্দর, কুচিং আন্তর্জাতিক বিমানবন্দর, জোহরের সীমান্তে, ব্যাঙ্গুনান সুলতান ইস্কান্দার এবং সুলতান আবু বকর ইমিগ্রেশন কমপ্লেক্সের গাড়ি ইমিগ্রেশন বুথগুলোতে এই অ্যাপ ব্যবহারকারীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।
]]>