ভ্যালেকানোর বিপক্ষে ড্র করে হোঁচট খেল রিয়াল

২ সপ্তাহ আগে
চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে হারের পর লিগে রায়ো ভ্যালেকানোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

ভ্যালেকানোর এস্তাদিও দে ভ্যালেকাস একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি রিয়াল। পুরো ম্যাচে ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ২১ শট নিয়ে কেবল পাঁচটি লক্ষ‍্যে রাখতে পারে আলোনসোর দল। অন‍্যদিকে, ভ্যালেকানোর ১৩ শটের দুটি ছিল লক্ষ‍্যে।


ম্যাচের তৃতীয় মিনিটে গোলের জন্য দূরপাল্লার শট নিয়েছিলেন গিলের। তবে তাতে গোল হয়নি। ভ্যালেকানোর গোলরক্ষক বাটাল্লা দারুণভাবে সেভ করেন। ২০তম মিনিটে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। তবে রিয়াল গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় রিয়াল।


আরও পড়ুন: সুখী হতে প্রশংসার প্রয়োজন নেই, ফুটবলই আমার আনন্দ: আলভারেজ 


এরপর ভিনিসিউসের নেয়া বুলেট গতির শট ঠেকিয়ে দেন বাটাল্লা। এরপর প্রথম হাফে আরও কিছু ছোট ছোট আক্রমণ করে রিয়াল, তবে তা থেকে গোল আদায় করতে পারেনি তারা।


দ্বিতীয় হাফেও ভ্যালেকানোর জমাট বাধা ডিফেন্স ভাঙতে পারেনি রিয়াল। উল্টো স্বাগতিকদের কিছু আক্রমণ থেকে গোল হজম করতে বসেছিল লস ব্লাঙ্কোসরা। তবে শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।


১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে রায়ো ভ্যালেকানো।  

]]>
সম্পূর্ণ পড়ুন