রোববার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন ভিডিও ছড়িয়ে পড়ে। শনিবার (২৬ এপ্রিল) সকালে সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে।
ছিনতাইয়ের শিকার নারী গাজীপুর বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষিকা ফারহানা আক্তার জাহান (৪৪)।
ভিডিওতে দেখা যায়, সড়কের ধারে এক নারী একটি ট্রলিব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলেন। তার পরনে ছিল শাড়ি, হাতে ভ্যানিটি ব্যাগ। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেটকার তার সামনে আসে। এ সময় গাড়িটি একটু গতি কমায়, গাড়ির ভেতর থেকে একজন হাত বাড়িয়ে ওই নারীর ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। ব্যাগে টান পড়ায় ওই নারী মাটিতে পড়ে যান এবং ব্যাগের সঙ্গে ওই নারীকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকে ছিনতাইকারীরা।
আরও পড়ুন: চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধেশ্বরী এলাকার একটি ভিডিও ফুটেজ আমাদের নজরে এসেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।