রোববার (২২ জুন) সকাল ৭টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের সিসিডিবি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন: জেলা শহরের শংকরবাটি বটতলাহাট এলাকার মো. মেরসালিন (২৪), একই গ্রামের মো. ফারুক (৫৫), নাচোল উপজেলার মাঠপাড়া গ্রামের তরিকুল ইসলাম (৫১) ও একই গ্রামের মো. সোহেল (৩৩)।
আরও পড়ুন: কিশোরগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
স্থানীয় বাসিন্দা, পুলিশ, হাসপাতাল ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান হঠাৎ করেই সড়কের ওপরেই গাড়ি ঘোরাতে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসটি ভ্যানচালককে বাঁচাতে গিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকরা দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।