ভোলায় মেঘনা নদীতে ভাসছিল নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ

২ দিন আগে
ভোলার দৌলতখান উপজেলায় মেঘনা নদীর পাতারখাল এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) ভোরে স্থানীয় জেলেদের সহায়তায় এ মরদেহ উদ্ধার করা হয়।


স্থানীয় জেলেরা জানান, ভোরে মাছ ধরতে নদীতে যাওয়ার সময় তারা মেঘনায় একটি ভাসমান মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে দৌলতখান থানা পুলিশ ও নৌপুলিশ যৌথভাবে মরদেহটি উদ্ধার করে।


দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, মরদেহটি অজ্ঞাত পরিচয়ের এক নারীর। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন: রাতে চেঁচামেচি, সকালে ঘর থেকে বের হওয়া নারীর মরদেহ মিললো পুকুরে


তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন