মো.তানজিল (৮) ও তামান্না (১২) নামে একই পরিবারের দুই শিশু ও মো.জিসান (৪) নামে আরেক শিশুসহ মোট ৩ শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুরা হলেন,চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরসামাইয়া গ্রামের ডাক্তার বাড়ির মো.মহিউদ্দিনের ছেলে মো. তানজিল (৮) ও মো.কামালের মেয়ে তামান্না (১২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বোন। অপর শিশু জিসান (৪) ভেলুমিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো.রুবেলের ছেলে বলে জানা গেছে।
তানজিল ও তামান্নার স্বজনরা জানান, রোববার দুপুরের দিকে বাড়ির অন্যান্য শিশুদের সাথে দলবেঁধে পুকুরে গোসল করতে যান শিশু জিসান। এমন সময় পুকুরের ভেতরে গভীর পানিতে ডুবে যাচ্ছিল শিশু জিসান, বিষয়টি দেখতে পান তার ফুফাতো বোন তামান্না,সে সাঁতার জানত না। পরে ভাইকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে দুই ভাই বোন একসঙ্গে ডুবে যান। পরে বাড়ির অন্যান্য লোকজন দেখতে পেয়ে তাদের দুজনকে পুকুর থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
এদিকে এদিন দুপুরে ভেলুমিয়া ইউনিয়নে ঘরের কাজ করছিল শিশু জিসানের মা। এমন সময় ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যান শিশুটি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনলে তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ গেছে। পরিবারগুলোর পক্ষ থেকে অভিযোগ পাইনি। থানায় অপমৃত্যুর মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।