বুধবার (২৮ মে ২০২৫) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ইলিশা মধ্যরাত ২টায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা গামী যাত্রীবাহী লঞ্চ তাশরীফ-১ তল্লাশি করে ওই মাংসসহ দুই পাচারকারীকে আটক করা হয়।
আরও পড়ুন: সুন্দরবন থেকে ৪২ কেজি হরিণের মাংস জব্দ
আটকরা হলেন ভোলা জেলার বাসিন্দা মো. রাফেজ (৪১) ও মো. মাকসুদুর রহমান (৩৫)। জব্দ হরিণের মাংস এবং আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ আরও বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল পরিচালনা করছে। উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে।’
]]>