ভোলায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গ্রেফতার ৩

৩ দিন আগে
ভোলায় কিচেন মার্কেট এলাকায় ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) বিকালে প্রেস বিফ্রিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ।

এ ঘটনায় সিসি টিভির ফুটেজে দেখা যায়, সোমবার রাতে চারজন লোক কিচেন মার্কেটের সামনের ডিমের দোকানে ঢুকে দোকানি জুনায়েতকে এলোপাতাড়ি মারধর ও ছুরি দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়।


ভোলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, ডিম কেনাবেচাকে কেন্দ্র করে সোমবার রাত সাড়ে ৯টায় মো. জহির নামের এক ক্রেতার সঙ্গে দোকানির কথা কাটাকাটি হয়।


আরও পড়ুন: দৌলতদিয়ায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম


এ ঘটনার জের ধরে ক্রেতা মো. জহির তার সহযোগী মো. ইয়ামিন, মো. ফারুক ও নাসির উদ্দিনকে নিয়ে ডিম বিক্রেতার ওপর হামলা চালায় ও কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ আহত ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।


পরে সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশে ইয়ামিন, মো. ফারুক ও নাসির উদ্দিনকে গ্রেফতার করে। অন্যদের ধরতে গ্রেফতার অভিযান চলছে। ব্যবসায়ী জুনায়েত ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন