ভোলায় এনসিপির পদযাত্রায় ডা. তাসনিম জারাকে ঘিরে তরুণ-তরুণীদের আবেগঘন উচ্ছ্বাস

৪ সপ্তাহ আগে
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় ভোলায় আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে ঘিরে তরুণ-তরুণীদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনার সৃস্টি হয়েছে। ডা. জারাকে কাছে পেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবীনরা কেউ ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন কেউবা আবার বুকে জড়িয়ে আবেগ আপ্লুত হয়ে জুলাই বিপ্লবে তাদের ত্যাগ ও নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টাকে স্বাগত জানায়।

পদযাত্রা শুরু হয় শহরের কালীবাড়ি মোড় থেকে। এরপর বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি, কালিনাথ বাজার, ইলিশা সড়ক ও নতুন বাজার হয়ে সভাস্থলে গিয়ে শেষ হয়।


তবে পুরো কর্মসূচির সবচেয়ে ব্যতিক্রমী এবং আবেগঘন দৃশ্য দেখা যায় পদযাত্রার মধ্যভাগে। ডা. তাসনিম জারাকে ঘিরে ভোলার স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয় অন্যরকম উৎসাহ-উদ্দীপনা। অনেকেই তাকে কাছে পেয়ে আবেগে কান্নায় ভেঙে পড়েন, কেউবা তাকে জড়িয়ে ধরেন ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসা জানান।


শিক্ষার্থীরা জানান, আমরা তাকে শুধু অনলাইনে দেখেছি। তার দেশের প্রতি ভাবনা আমাদের অনুপ্রাণিত করে। কিন্তু সরাসরি সামনে দেখতে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। এটা অবিশ্বাস্য ছিল।


আরও পড়ুন: ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগানে মুখরিত এনসিপির মঞ্চ, উৎসাহ দিলেন হাসনাত


এ সময় তরুণ-তরুণীরা ডা. জারার সঙ্গে পদযাত্রায় অংশ নেন এবং দেশ গড়ার অঙ্গীকারে স্লোগান দেন।


এই অভিজ্ঞতা ডা. তাসনিম জারার জন্যও ছিল ভিন্নরকম। তিনি বলেন, তরুণরা যে দেশের জন্য ভাবছে, সেটা কাছ থেকে দেখে আমি অভিভূত। তাদের এই ভালোবাসা ও বিশ্বাসের সম্মান রাখার চেষ্টা করব। আমাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে তরুণরাই সবচেয়ে বড় শক্তি।

]]>
সম্পূর্ণ পড়ুন