ভোলায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা

৪ সপ্তাহ আগে
ভোলার ঘুইংগারহাট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মতলব ফরাজি নামে এক অটোরকিশা চালক নিহত হয়েছেন।

সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উত্তর দিঘলদী ইউনিয়নের রেবা রহমান কলেজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।


নিহত মতলব ফরাজি সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের আবদুল মুনাফের ছেলে।


স্বজনরা জানান, মতলব ফরাজি রাত ৮টার দিকে ঘুইংগারহাট থেকে যাত্রী নিয়ে গজারিয়া বাজারে যাচ্ছিলেন। রেবা রহমান কলেজের পাশের রাস্তা দিয়ে কিছুদূর গেলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।
 

আরও পড়ুন: পারিবারিক বিরোধের জেরে চাচাতো বোনকে কুপিয়ে হত্যা!


পরে এলাকাবাসী গুরুতর অবস্থায় উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মতলবকে মৃত ঘোষণা করেন।


স্বজনদের অভিযোগ, অটোরিকশা ছিনিয়ে নিতেই মতলবকে হত্যা করা হয়েছে। তবে রিকশায় থাকা যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি।


সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন