ভোলা-বরিশাল সেতুর দাবিতে লংর্মাচ সাঁতরে পার হলো তেঁতুলিয়া নদী

৩ দিন আগে
দ্বীপজেলা ভোলাকে বরিশালের সঙ্গে সড়ক পথে সংযুক্ত করার দাবিতে ঢাকা অভিমুখে লংমার্চে অংশ নেয়া শিক্ষার্থীরা এবার কোনো নৌযান ব্যবহার না করে সাঁতরে তেঁতুলিয়া নদী পার হয়ে বরিশাল গেছেন।

 ভোলার চরফ্যাশন থেকে হেঁটে ১১ নভেম্বর ঢাকা অভিমুখে যাত্রা করা শিক্ষার্থীরা তৃতীয় দিন শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে তেঁতুলিয়া নদী সাঁতরে দ্বীপজেলা ভোলা থেকে দেশের মুল ভুখণ্ডের অংশ বরিশাল যান।


গ্যাস ও প্রকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ভোলা জেলা একটি সেতুর অভাবে দেশের মুলভূখণ্ড থেকে বিছিন্ন রয়েছে। ফলে শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন সেবা খাতে পিছিয়ে থাকায় বঞ্চিত হচ্ছেন এখানকার বাসিন্দারা। পিছিয়ে পড়া জনপদকে সড়ক পথে সংযুক্ত করতে ভোলা-বরিশাল সেতুর কাজ শুরু করা সহ পাঁচ দফা দাবিতে ভোলার সর্বদক্ষিণের উপজেলা চরফ্যাশন থেকে ২০ জন শিক্ষার্থী মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১টায় হেঁটে রাজধানী লং র্মাচ শুরু করেন।


দুইদিনে প্রায় ১শ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুক্রবার দুপুরে তারা ভোলার সদর উপজেলার ভেদুরিয়া এলাকা দিয়ে সাঁতরে তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে বরিশালের লাহার হাট যান। চরফ্যাশন থেকে ঢাকা পর্যন্ত প্রায় ৩শ’ কিলোমিটার পথ তারা হেঁটে যাবেন তারা। কোনো যানবাহন ব্যবহার করবেন না এমন সিদ্ধান্ত থেকে তারা নদী পার হতেও নৌযান ব্যবহার করেন নি।

আরও পড়ুন: ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত

লংমার্চ চলাকালে চরফ্যাসন, লালমোহন, বোরহানউদ্দিন উপজেলা সদর ও বিভিন্ন হাট বাজারে দাবির স্বপক্ষে জনসাধারণের সমর্থন আদায় পথে পথে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। ঘোষণা অনুযায়ী সড়ক পথে ঢাকা সেতু ভবনের সামনে গিয়ে লংমার্চটি শেষ হবে। 


তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, ভোলা-বরিশাল সেতু নির্মাণ,ভোলার ঘরে ঘরে পাইপলাইনে গ্যাস সংযোগ,গ্যাস ভিক্তিক শিল্প কল কারখানা, মেডিকেল কলেজ ওপাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ।


লংমার্চে অংশ নেয়া মেহেদী হাসান বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ৫দফা দাবিতে আন্দোলন করে আসছি। সরকারের উচ্চপদস্থ দায়িত্বশীলরা আমাদের কথা দিয়েছিল, আগামী ডিসেম্বরে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দৃশ্যমান কাজ শুরু করবে। কিন্তু তাদের কথা অনুযায়ী সেতু নির্মাণের দৃশ্যমান কোনো কাজ আমরা দেখছি না। এছাড়া সরকারের পক্ষ থেকে আমাদের অন্যান্য দাবি পূরণের বিষয়ে কোনো অগ্রগতিও দেখছি না। তারই প্রতিবাদে মঙ্গলবার চরফ্যাশন টাওয়ারের সামনে থেকে হেঁটে ভোলা টু ঢাকা সেতু ভবন অভিমুখে লংমার্চ শুরু করেছি। আজ শুক্রবার তেঁতুলিয়া নদী সাতরে পার হয়ে বরিশাল সদরের দিকে এগোচ্ছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন