নিহত মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, নিহত মেহেদী বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তার চলাচল এলোমেলো ছিল। পাবনার মানসিক হাসপাতালে বেশ কিছুদিন ভর্তি ছিলেন। সম্প্রতি তিনি বাড়িতে আসেন।
সকালে একটি মালবাহী ট্রেনের কিছু বগি পাথর লোড-আনলোড করার জন্য চার নম্বর লাইনে নিতে সানটিং এর কাজ করছিল। এসময় তিনি ট্রেনের নিচে পড়ে মারা যান।
আরও পড়ুন: ট্রেনের টয়লেটে যাত্রীকে ধর্ষণের অভিযোগ, রেলের কর্মচারী আটক
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার অরুপ বিশ্বাস জানান, সকালে স্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের কয়েকটি বগি চার নম্বর লাইনে নেওয়ার কাজ চলছিল। এসময় মেহেদী ট্রেনের নিচে পড়ে মারা যান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।