ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। আলবিসেলেস্তেদের অধিনায়ক এরই মধ্যে ইন্টার মায়ামিতে ফিরে গেছেন। তাই কোচ লিওনেল স্কালোনি বিকল্প পরিকল্পনা করছেন এবং একাদশে পরিবর্তন আনতে যাচ্ছেন। এই ম্যাচে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার কথা ভাবছেন তিনি। ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে যারা শুরুর একাদশে ছিলেন না, তাদের এবার মাঠে দেখা যেতে পারে।
সেবাস্তিয়ান বেকাসেসের তত্ত্বাবধানে লা ত্রির (ইকুয়েডরের নিকনেম) বিপক্ষে ম্যাচে লাউতারো মার্টিনেজ এবং আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে শুরুর একাদশে দেখা যেতে পারে। 'এল তোরো' (মার্টিনেজ) ভেনেজুয়েলার বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমে দলের দ্বিতীয় গোলটি করেছিলেন, আর লিভারপুলে খেলা ম্যাক অ্যালিস্টার পেশির চোট কাটিয়ে ফিরছেন এবং মিডফিল্ডে তার নাম প্রায় নিশ্চিত। পাশাপাশি এজিকুয়েল পালাসিওসকেও সুযোগ দেওয়া হতে পারে।
পরিবর্তন আসবে রক্ষণভাগেও। ক্রিস্টিয়ান রোমেরো আগের ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় নিষেধাজ্ঞায় কাটা পড়ায় ইকুয়েডরে যাননি । তার বদলি হিসেবে লিওনার্দো বালের্দি নামার সম্ভাবনা প্রবল। এছাড়া নাহুয়েল মোলিনা বিশ্রাম পেতে পারেন, আর তার জায়গায় গঞ্জালো মনতিয়েলকে দেখা যেতে পারে। বামপাশে নিকোলাস তাগলিয়াফিকোও শুরু থেকে নামতে পারেন।
আরও পড়ুন: ৩০ বছরের সেরা সাফল্য এনে দেয়া কোচকে বরখাস্ত করল নটিংহ্যাম
আক্রমণভাগে মেসির অনুপস্থিতির পাশাপাশি ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো শুরুর একাদশে থাকবেন না বলে ধারণা করা হচ্ছে। তার জায়গায় নামতে পারেন নিকোলাস পাজ। লাউতারো মার্টিনেজেরর সঙ্গে হুলিয়ান আলভারেজ জুটি বাঁধবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। যদি স্কালোনি একক স্ট্রাইকার ব্যবহারের সিদ্ধান্ত নেন, তবে সেই ভূমিকায় থাকবেন লাউতারো এবং সেক্ষেত্রে হুলিয়ানো সিমেওনে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন।
এদিকে নিকোলাস গঞ্জালেস ইকুয়েডরের বিপক্ষে দারুণ শুরু করেছিলেন, তাই তাকেও একাদশে দেখা যেতে পারে। স্কালোনি তার পারফরম্যান্সের ওপর অনেকটাই আস্থা রাখেন। তিনি ভেনেজুয়েলার বিপক্ষে দুর্দান্ত খেলা থিয়াগো আলমাদার জায়গায় নামতে পারেন।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমি মার্টিনেজ; গঞ্জালো মনতিয়েল, নিকোলাস ওতামেন্ডি, লিওনার্দো বালের্দি, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস গঞ্জালেস; থিয়াগো আলমাদা, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ/হুলিয়ানো সিমিওনে।