শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর তেঁতুলতলা এলাকায় এক কিশোরীর (১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাশের জেস গার্ডেন এলাকার উজ্জ্বল হোসেনের ছেলে তরিকুল ইসলামের। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তরিকুল ওই কিশোরীর ঘরে প্রবেশ করে। বিষয়টি কিশোরীর বাবা লক্ষ্য করে এলাকাবাসীকে ডেকে তরিকুলকে ধরে গণপিটুনি দেন। পরে পুলিশকে খবর দিলে তারা তরিকুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: পরকীয়ার বলি হলেন নড়াইলের মুন্নি, প্রেমিক গ্রেফতার
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ তরিকুল নামে একজনকে হেফাজতে নিয়েছে। পুলিশ হেফাজতে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।