ভোমরা স্থলবন্দরকে ‘কাস্টমস হাউজ’ ঘোষণা, রাজস্ব আদায় হবে ১০ গুন

৩ সপ্তাহ আগে
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরকে আনুষ্ঠানিকভাবে ‘কাস্টমস হাউজ’ ঘোষণা দিয়ে অর্থ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের দাবি, স্থলবন্দরটিতে কমিশনার পদায়ন করে দ্রুত বাস্তবায়ন করা হোক। তাহলে কাজের পরিধি যেমন বাড়বে, তেমনি রাজস্ব আদায় এক হাজার কোটি টাকা থেকে দশ হাজার কোটি টাকায় বৃদ্ধি পাবে।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, যেহেতু ভারতের অন্যতম বাণিজ্য কেন্দ্র কলকাতা থেকে এ বন্দরের দূরত্ব সবচেয়ে কম, সে কারণেই ব্যবসায়ীরা লাভবান হবে এ বন্দর ব্যবহার করে। ওদিকে বন্দর কর্তৃপক্ষ অবকাঠামো উন্নয়নে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন।


১৯৯৬ সালে ভোমরা শুল্ক স্টেশনের যাত্রা শুরু হয়। ভৌগলিক অবস্থানের কারণে ভারতের সবচেয়ে কম দূরত্বেও ভোমরা বন্দর দীর্ঘ বৈষম্যেও পর গত ১৪ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে ভোমরা শুল্ক স্টেশনকে কাস্টমস হাউস হিসেবে কমিশনার সহ কর্মকর্তা পদ সৃষ্টি করা হয়েছে।


এতে ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করে কাস্টমস কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদায়ন দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাহলে বন্দরে কাজের পরিধি বাড়বে। বাড়বে রাজস্ব আদায়।


আমদানিকারক জানিয়েছেন, ভৌগলিক অবস্থানের কারণে এ বন্দরের সঙ্গে ভারতের বাণিজ্য কেন্দ্র কলকাতার দূরত্ব সবচেয়ে কম বিধায় পরিবহন খরচ কম হবে। সময়ও বাঁচবে। এ কারণে আমদানিকারকরা এ বন্দর ব্যবহারে আগ্রহী।


আরও পড়ুন: ভোমরায় খৈলের বস্তার ভেতর থেকে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি উদ্ধার


একই মন্তব্য করে ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানালেন, এ শুল্ক স্টেশনকে কাস্টমস হাউস প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে কমিশনার নিয়োগের মাধ্যমে বাস্তবায়ন করা হলে এ বন্দর থেকে দশ হাজার কোটি টাকার রাজস্ব আদায় সম্ভব।


বন্দর কর্তৃপক্ষ অবকাঠামো উন্নয়নে কাজ চলমান রয়েছে উল্লেখ করে সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান, ৪২ একর জমি অধিগ্রহণ করে নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এখানে ভারতীয় ট্রাক টার্মিনাল, বাংলাদেশি ট্রাক টার্মিনাল, ওপেন ইয়ার্ড, আন্তর্জাতিক যাত্রী ছাউনিসহ বন্দরকে আধুনিকায়ন করার কাজ চলছে।


কাস্টমস কর্তৃপক্ষ এসি মোস্তফা কামাল জানালেন, যেহেতু ভারতের অন্যতম বাণিজ্য কেন্দ্র কলকাতা থেকে এ বন্দরের দূরত্ব সবচেয়ে কম, সেকারণেই ব্যবসায়ীরা লাভবান হবে এ বন্দর ব্যবহার করে।
ভোমরা কাস্টমসের কমিশনারের বাসভবন সহ কাস্টমস হাউসের ভবন নির্মাণ হয়ে গেছে। বন্দর কর্তৃপক্ষের ১১ শ’ কোটি টাকার কাজ শেষ হলেই পূর্ণতা পাবে সাতক্ষীরার ভোমরা কাস্টমস হাউস।

]]>
সম্পূর্ণ পড়ুন