ভোটের লোভে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে দলগুলো: রিফাত রশীদ

১ সপ্তাহে আগে
ভোটের লোভে পড়ে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ।

 

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তুলে ধরেন।

 

এ সময় সিলেটে জামিনে মুক্তি পাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদী হাসানের নিঃশর্ত মুক্তি, হবিগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া জুলাই যোদ্ধাদের রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে দায়মুক্তি ও জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেনা, নৌ ও বিমানবাহীনীর সদস্যদের অবদানের স্বীকৃতি জানাতে সম্মাননা প্রদানেরও দাবি জানান তিনি।

 

পাশাপাশি জুলাই গলঅভ্যুত্থানে গণহত্যার নির্দেশ দাতা, গণহত্যাকারী ওসি ও এসপির বিরুদ্ধে আইসিটি ট্রাইভ্যুনালে মামলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান রিফাত রশীদ।

 

আরও পড়ুন: দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে তারেক রহমান

]]>
সম্পূর্ণ পড়ুন