ভোটের মতো সংস্কার ও বিচারের নির্দিষ্ট টাইমলাইন চাই: হাসনাত

৪ দিন আগে
নির্বাচনের মতো দেশের কাঙ্ক্ষিত সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিতের জন্যও নির্দিষ্ট সময়সীমা (টাইমলাইন) ঘোষণার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৮ জুন) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নে এনসিপি আয়োজিত এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘আপনারা যেভাবে ভোটের জন্য ফেব্রুয়ারি মাস নির্ধারণ করছেন, সেভাবেই দেশের সংস্কার ও বিচারের টাইমলাইন দিন। তখন আমি আপনাদের পাশে থাকব।’


হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শহীদরা ক্ষমতার জন্য নয়, দেশের প্রকৃত পরিবর্তনের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তারা চেয়েছিলেন, আলেম-ওলামাদের যেন অসম্মান না করা হয়, বাক-স্বাধীনতা বজায় থাকে এবং টাকা দিয়ে যেন কেউ ক্ষমতা না কিনতে পারে।’


তিনি আরও বলেন, ‘ক্ষমতা এক দিনের জন্য এলেও সেটা জনগণের কাছে আমানত। অতীতে আমরা আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারিনি। এখনও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, মিডিয়া ও বিচার বিভাগ পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়নি।’


আরও পড়ুন: ক্ষোভ ঝেড়ে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাজ বন্ধ করলেন হাসনাত


আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘দায় স্বীকার না করা পর্যন্ত তাদের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সুযোগ নেই। আপনারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক আছে, তবে তার সঙ্গে বিচার বিভাগ ও গণমাধ্যমকে ফ্যাসিবাদমুক্ত করুন।’


প্রতিহিংসার রাজনীতি প্রত্যাখ্যান করে এনসিপির এই নেতা বলেন, ‘রাজনীতি শত্রু তৈরির জায়গা নয়, শত্রুকে বন্ধু বানানোর চর্চা। আপনি আমার পোস্টার ছিঁড়ে ফেললেও আল্লাহ যাকে সম্মান দেন, তা কেউ ছিনিয়ে নিতে পারে না। আপনি ভালো কিছু করলে আমি পাশে থাকব। আমিও চাই, ভালো কিছু করলে আপনারা আমাদের সহযোগিতা করুন।’


সভায় উপজেলা নাগরিক পার্টির প্রধান তত্ত্বাবধায়ক জামাল মোহাম্মদ কবীর, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ ও শামীম কাওসারসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহমুদুল হাসান ও মাজহারুল ইসলাম। 

]]>
সম্পূর্ণ পড়ুন