ভোটের বিনিময়ে কেউ যেন জান্নাত বিক্রি না করে, আলেম সমাজকে সালাহউদ্দিনের আহ্বান

১ সপ্তাহে আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুনিয়ার সামান্য স্বার্থের জন্য যেন কেউ দ্বীনকে বিক্রি না করে এবং ভোটের বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত না করে। তিনি বলেন, এটি আলেম সমাজের একটি বড় ঈমানী দায়িত্ব ‘ধর্মের দোহাই দিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া।’

শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়খালী ইউনিয়নে স্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


সালাহউদ্দিন আহমদ বলেন, ‘টুপি-দাড়ি ধারণ করে ইসলামের নামে কথা বললে মানুষ সহজেই বিভ্রান্ত হয়। অন্য ধর্মের বা ইসলামের বিরোধী কেউ কথা বললে মানুষ তা বুঝতে পারে, কিন্তু ধর্মের পরিচয় ব্যবহার করে ভুল ব্যাখ্যা দিলে বিভ্রান্তি আরও গভীর হয়-এ কাজটিই একটি মহল করছে।’


তিনি আরও বলেন, ‘কোনো বাস্তব পরিকল্পনা ছাড়া শুধু ইসলামের কথা বলে আলেম সমাজের কল্যাণ, অর্থনৈতিক সমৃদ্ধি বা সামাজিক মর্যাদার কথা বলা মূলত ধর্মকে ব্যবহার করে স্বার্থ হাসিলের চেষ্টা। একটি দলের নামের সঙ্গে ‘ইসলাম’ যুক্ত থাকলেই সেটি পুরো ইসলাম হয়ে যায়-এমন ধারণা সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, বিশেষ করে নারী সমাজের মধ্যে অনুপ্রবেশের চেষ্টা চলছে।’

আরও পড়ুন: কক্সবাজারে ৪টি আসনে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৫

সালাহউদ্দিন আহমদ বলেন, যদি কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিলেই জান্নাত নিশ্চিত হতো, তাহলে মাদ্রাসায় পড়াশোনা বা দ্বীনি শিক্ষা গ্রহণের আর প্রয়োজন থাকত না। তিনি কিছু বক্তব্যের সমালোচনা করে বলেন, আল্লাহ ও রাসূলের নামে ভোট চাইতে গিয়ে জান্নাতের নিশ্চয়তার কথা বলা নাউজুবিল্লাহ-এটি ভয়াবহ জুলুম।
 

তিনি আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমি একজন সাধারণ বাঙালি মানুষ, আমার কথা মানুষ কম শুনতে পারে। কিন্তু আপনারা আলেম-দ্বীনের রক্ষক ও প্রচারক। এসব বিভ্রান্তির বিরুদ্ধে আপনারাই সর্বত্র সত্য কথা বলবেন।’

এছাড়া সালাহউদ্দিন আহমদ সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার অনুরোধ জানান।


ইমাম মুয়াজ্জিন খতিব ও আলেম উলামাদের মতবিনিময় সভায় মুফতি এনামুল হকের সভাপতিত্বে আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম আব্দুল মান্নান, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক মোবারক আলী, ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি কুতুবউদ্দিনসহ স্থানীয় মসজিদের ইমাম মুয়াজ্জিন ও খতিবগণ বক্তব্য রাখেন।
 

এর আগে সালাহউদ্দিন আহমদ চকরিয়ায় জুলাই যোদ্ধা শহীদ আহছান হাবিবের কবর জিয়ারত করেন। পরে তিনি ফাসিয়াখালীর ছড়ারকুল মাদ্রাসা রহমানিয়া হেফজখানা ও এতিমখানার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
 

কাঠের সেতুর উদ্বোধন
 

চকরিয়ায় উপজেলার মাতামুহুরি নদীর উপর হাজিয়ান আলী পাড়া হতে চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডের ১নং বেড়িবাঁধের সঙ্গে সংযোগ কাঠের সেতুর উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে তিনি ফিতা কেটে এ কাঠের সেতুর উদ্বোধন করেন।
 

চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ১ ওয়ার্ডে মাতামুহুরি নদীর তীরবর্তী স্থানীয় চাষীরা নানান সবজি চাষ করেন। দীর্ঘদিন ধরে তারা উৎপাদিত সবজী নদীতে নৌকা যোগে কিংবা কাকারা দিয়ে অনেক দূর ঘুরে চকরিয়ায় আনতে হতো ফলে তাদের উৎপাদিত সবজীর ন্যায্য মূল্য পেতেন না কিংবা অনেক কৃষক লোকসান হওয়ার ভয়ে চাষাবাদ করতেন না।

আরও পড়ুন: নিরপেক্ষ নির্বাচন গণমানুষের আকাঙ্ক্ষা: সালাহউদ্দিন আহমদ

এই কাঠের সেতু স্থাপনের মধ্য দিয়ে যেমন হাজীয়ান ফাসিখালী ১নং ওয়ার্ডের সাথে পৌরসভার ৯নং ওয়ার্ডের সংযোগ স্থাপিত হয়েছে তেমনি কৃষকেরা তাদের উৎপাদিত সবজী কিংবা শস্য ন্যায্য দামে বিক্রি করতে পারবেন এবং যোগাযোগ ব্যবস্থায় এটি এটি একটি মাইলফলক বলে জানান স্থানীয় বাসিন্দারা।
জনসংখ্যার তুলনায় আরও বেশি স্কুল প্রয়োজন: সালাহউদ্দিন আহমদ
 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের জনসংখ্যার তুলনায় স্কুলের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন-এ নিয়ে কোনো সন্দেহ নেই।
 

তিনি শনিবার সকালে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে সাবেক গুলধি পেকুয়া মডেল বিদ্যাপীঠ এন্ড কলেজের উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
 

তিনি বলেন, স্কুল প্রতিষ্ঠারের আগে অবশ্যই জরিপ করে নির্ধারণ করতে হবে কোথায় স্কুল প্রয়োজন আর কোথায় নয়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, স্কুল মানে শুধু বড় ভবন নয়; সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসম্মত শিক্ষক। অনেক টিন বা বাঁশের ঘেরা স্কুলেও ভালো শিক্ষার উদাহরণ রয়েছে, কারণ সেখানে দক্ষ শিক্ষক ছিলেন।
 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন