সোমবার (৬ জানুয়ারি) দুপুরে শহরের টিএমএসএস মার্কেট অডিটোরিয়ামে বগুড়া জেলা বিএনপির কর্মী সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীসহ কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন৷
মোহাম্মাদ আব্দুস সালাম বলেন, দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে। এখনও গণতন্ত্র ফিরে আসেনি। তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে। ভোটের জন্যই রক্ত দিয়েছি, ভোট দিলে শেখ হাসিনাকে পালাতে হতো না।
আরও পড়ুন: মঙ্গলবার রাত ১০টায় ঢাকা ছাড়বেন খালেদা জিয়া: ডা. জাহিদ
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘যদি ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতো, তাহলে দেশের অবস্থা এমন হতো না। ভোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছি। দেশের মানুষ বাকশালের বিরুদ্ধে লড়াই করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা হয়েছে। এই দেশের মালিক আমরা। শেখ হাসিনা নয়, ইন্ডিয়া নয়। যারা রাজনৈতিক বিভক্তি করার চেষ্টা করছেন সবার অতীত জানি।’
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুর রহমান, বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
এই কর্মী সভায় জেলার ১২ উপজেলাসহ পৌরসভা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থেকে সংগঠন পরিচালনায় তাদের মতামত তুলে ধরেন।
]]>