ভোট দিয়ে যা বললেন ভিপি প্রার্থী সাদিক কায়েম

৩ সপ্তাহ আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতৃত্বের ওপর আস্থা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ভিপি প্রার্থী সাদিক কায়েম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়া শেষে সাংবাদিকদের কাছে তিনি এ আশার কথা জানান।


তিনি বলেন, ‘আমরা যদি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে যে জুলাই বিপ্লব ঢাবি থেকে শুরু হয়েছে সেই ঢাবিতে গণতন্ত্রের চমৎকার নজির স্থাপন করতে হবে। ডাকসু নির্বাচন শুরু হওয়ার পর থেকেই আমরা সেই নজির দেখিয়েছি। আজকের নির্বাচনে আমরা আশা করব, আমরা যারা প্রার্থী আছি, যত ছাত্র সংগঠন আছে সবাই দায়িত্বশীল আচরণ করব।’


বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে সাদিক বলেন, ‘এই নির্বাচনের দিকে সারা দেশের মানুষ তাকিয়ে আছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের মানুষের কাছে একটা চমৎকার বার্তা দিতে চাই। আমরা গণতন্ত্রের স্থায়ী রূপের দিকে ও ম্যাচিউর পজিশনের দিকে যেতে চাই। মরা বারবার বলেছি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য প্রশাসন যেন দায়িত্বশীল আচরণ করে।’


আরও পড়ুন: ডাকসু নির্বাচনে ভোট দিলেন সাদিক কায়েম


তিনি আরও বলেন, ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে থেকে ক্যাম্পেইন করার পর থেকে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস দেখতে পেয়েছি। ফলে আমরা আশা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নেতৃত্বের ওপর আস্থা রাখবে। কারণ, শিক্ষার্থীদের ভয়েসই আমাদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা এবং তাদের স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণই আমাদের মূল লক্ষ।’


ছাত্রদলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে অভিযোগ করে সাদিক বলেন, ‘আমরা প্রশাসনের সঙ্গে আলাপ করেছি। প্রশাসন বলেছিল এখানে কোনো ডেস্ক বসানো যাবে না। ১০০ গজের মধ্যে কোনো স্লিপ দেয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি ছাত্রদলের কয়েকজন প্রার্থী ডেস্ক বসিয়েছে। স্লিপ বিতরণ করছে। প্রার্থীদের অনুরোধ করবো আপনারা দায়িত্বশীল আচরণ করুন। প্রশাসনকে বলবো যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’

]]>
সম্পূর্ণ পড়ুন