ভোজ্যতেল আমদানিতে ৫ শতাংশ আগাম কর অব্যাহতি

২ সপ্তাহ আগে
অপরিশোধিত ভোজ্যতেল আমদানির ক্ষেত্রে আগাম কর (এটি) বাবদ ৫ শতাংশ কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই করছাড়ের আওতায় থাকবে অপরিশোধিত সয়াবিন তেল ও পাম তেল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মো. মসিউর রহমান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, এ সুবিধা নিতে হলে অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি লাগবে। সেই সঙ্গে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী প্রযোজ্য সব শর্ত পূরণ করতে হবে।

 

আরও পড়ুন: সয়াবিন তেলের দাম বাড়ল


এনবিআরের আদেশে আরও বলা হয়, ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪ ও ১০৭ এবং ভ্যাট বিধিমালা ২০১৬ এর বিধি ৪০ অনুযায়ী কর চালানপত্র, হিসাবরক্ষণ ও দাখিলপত্রের আনুষ্ঠানিকতা যথাযথভাবে প্রতিপালন করতে হবে।


এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এনবিআরের বিশেষ আদেশে জানানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন