বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অফিস থেকে তাদের আটকের পর সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
চাঁদ আলী খান ছাড়াও আটক অন্য পাঁচজন হলেন- পাংশার নারায়ণপুর এলাকার রিয়াজুদ্দিন আহম্মদের ছেলে মো. রুহুল আমিন, শেখপাড়ার বদরউদ্দিন বিশ্বাসের ছেলে মো. বাচ্চু বিশ্বাস, রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার রওশন আলী শিকদারের ছেলে মামুন শিকদার, মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ফরিদ হোসেন ও রেজাউল করিম পিন্টুর ছেলে মো. শিশির করিম।
আরও পড়ুন: রাজবাড়ীতে মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা
বিষয়টি নিয়ে কথা বলতে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
আরও পড়ুন: রাজবাড়ীতে আমগাছ থেকে পড়ে প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, আটক ৬ জন রাজবাড়ী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের অফিস কক্ষে ঢুকে তাকে মারধর ও লাঞ্ছিত করেছেন। এ ব্যাপারে কাজী রকিবুল হাসান থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন, তিনি অভিযোগ লিখছেন। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
]]>