ভৈরবে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

১ সপ্তাহে আগে
কিশোরগঞ্জের ভৈরব শহরের চন্ডিবের গ্রামে মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৯টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১২টা পর্যন্ত পৌর শহরের ১০ নং ওয়ার্ড এলাকায় দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহতদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত সুলাইমান ও ওলিউল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় ভৈরব থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

 

আরও পড়ুন: কিশোরগঞ্জে ক্যারাম খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

 

জানাযায়, গতকাল বিকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ হোসেন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী শাহীন মসজিদে একতরফা কমিটি ঘোষণা করেন। এ পদক্ষেপের প্রতিবাদ জানায় মীর বাড়ির আক্তার মির ও তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে কাজি বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মীর বাড়িতে হামলা চালায়, যার ফলে সংঘর্ষ শুরু হয়। পাল্টা হামলায় মীর বাড়ির লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলে।

 

ভৈরব সার্কেলের এএসপি নাজমুস সাকিব বলেন, ‘খবর পাওয়ার পর ভৈরব থানার অফিসার ইনচার্জ ফুয়াদ রোহানীসহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন