ভৈরবে দেড় বছরের শিশুর রহস্যজনক মৃত্যু, মা আটক

৩ সপ্তাহ আগে
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষীপুর এলাকা থেকে নূসরাত (১.৫ বছর) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুর মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধায় জিজ্ঞাসাবাদের জন্য তার মা আয়সা বেগমকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটেছে।

 

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফোয়াদ রুহানী বলেন, ‘ঘটনার সময় শিশুটির বাবা বাসায় ছিলেন না। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি এবং শিশুটির মাকে থানায় নিয়ে আসি। প্রাথমিক তদন্তে শিশুর শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে বালিশচাপা দিয়ে হত্যার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

 

আরও পড়ুন: কিশোরগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারি বিরোধী অভিযান: গ্রেফতার ১

 

জানা যায়, শহরের জগন্নাথপুর এলাকার শাহিন কবিরের বাড়িতে ভাড়া থাকতেন উমর ফারুক ও আয়সা দম্পতি। শনিবার সন্ধ্যায় আয়সা শিশু নূসরাতের নিথর দেহ সামনে নিয়ে কান্নাকাটি শুরু করলে প্রতিবেশীরা বিষয়টি সন্দেহজনক মনে করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে এবং আয়সাকে থানায় নিয়ে যায়।

 

পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য রোববার সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের বাবা উমর ফারুক থানায় এলে মামলা নেয়া হবে বলেও জানায় পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন