শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়ককে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পৌর শহরের আলিম সরকারের বাড়ির রুজেনের লোকজন ও আড়াই বেপারির বাড়ির ভুবন মিয়ার লোকজনের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এরই জের ধরে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে দুপক্ষের লোকজন আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ঘণ্টা-খানিক যান-চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, আটক ৪
এ বিষয়ে ভৈরব থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু তালেব বলেন, ‘দু'পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে যান-চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।’