সোমবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে ভৈরব ত্রিসেতু এলাকার কয়লা মহালের কাছে এ ঘটনা ঘটে।
আটক ছিনতাইকারীরা হলেন: ভৈরব পুর উত্তর পাড়ার বাচ্চু মিয়ার ছেলে ইফরান (২৫), মৃত সদয় মিয়ার ছেলে শোভন (২৫) এবং লিটন মিয়ার ছেলে হিমেল মিয়া (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার লাখাই থানার গদাইনগর গ্রামের বাসিন্দা শনির দাস (২৫) এবং সঞ্জয় দাস ভৈরবে আত্মীয় বাড়িতে বেড়াতে এসে বিকেলে ত্রিসেতুর নিচে ঘুরতে যান। তারা কয়লা মহালের কাছাকাছি পৌঁছালে হঠাৎ করে তিন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় ভুক্তভোগীরা চিৎকার করে উঠলে ছিনতাইকারীরা তাদের কাঁচি দিয়ে আঘাত করে এবং মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়।
আরও পড়ুন: চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল
এরপর আহত দুজনকে রিকশায় তুলে চিতালালার দিকে নিয়ে যাওয়ার সময় হাজী আসমত আলী জামে মসজিদের সামনে পৌঁছালে তারা আবার চিৎকার করেন। তাদের আর্ত-চিৎকার শুনে মসজিদের মুসল্লিরা ছুটে এসে তিন ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন এবং তাৎক্ষণিক পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, টাকা ও কাঁচিও উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা চন্ডিবের এলাকা থেকে তিন ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে এসেছি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’