ভৈরবে ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

৪ সপ্তাহ আগে
কিশোরগঞ্জের ভৈরবের পৌর কবরস্থানের সামনে পুলিশ পরিচয়ে ছিনতাই করার সময় শাওন (২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত ছিনতাইকারী শহরের চণ্ডিবেড় মধ্যপাড়া এলাকার কবির আহম্মেদের ছেলে।

 

পুলিশ সদস্যরা ঘটনার সত্যতা স্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

 

আরও পড়ুন: বান্দরবানে ব্যবসায়ীর ২ লাখ ১৫ হাজার টাকা ছিনতাই

 

এলাকাবাসী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর কবরস্থানে কবর খুঁড়তে ব্যাটারি নিয়ে যাত্তয়ার সময় এক কিশোরকে পিটিয়ে সেটি ছিনিয়ে নেন তিনি। তার আগে আরও দুই ব্যক্তিকে নিজেকে থানার লোক পরিচয় দিয়ে তাদের নিকট থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। তবে বিষয়টি লাশ দাফন করতে আসা লোকদের নজরে এলে তারা তাকে ধাওয়া দিয়ে গণপিটুনি দেন।

 

এই সময় প্রাণ বাঁচাতে পাশের সাংবাদিকদের অফিসে ঢুকে পড়েন তিনি। পরে সাংবাদিকরা পুলিশকে খবর দিয়ে তাকে সোপর্দ করেন।

 

ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভৈরবে ছিনতাই একটি ভাইরাস হিসাবে দেখা দিয়েছে। এ ব্যাপারে ছিনতাই রোধে পুলিশের সাথে সাথে জনসাধারণেরও এগিয়ে আসার দরকার। তবেই ছিনতাই নির্মূল সম্ভব।
 

]]>
সম্পূর্ণ পড়ুন