ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

১ সপ্তাহে আগে
কিশোরগঞ্জের ভৈরবে চকলেটের প্রলোভন দেখিয়ে সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার শম্ভুপুর পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

 শিশুটির মা বিষয়টি টের পেয়ে বুধবার (৯ এপ্রিল) রাতে ১২টার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় দায়িত্বরত চিকিৎসক শিশুটির পরীক্ষা নিরীক্ষা শেষে ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করেন। 


পরে খবর পেয়ে পুলিশ রাত ১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং একজন মহিলা কনস্টেবল সঙ্গে দিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার উপ-পরিদর্শক কাজী রিপন সরকার। 

আরও পড়ুন: ফরিদপুরে ‘দাদার’ হাতে ধর্ষণের শিকার শিশু

এ বিষয়ে শিশুটির মা জানান, তিনি পাকার মাথা এলাকার একটি রাবার ফ্যাক্টরিতে কাজ করেন। প্রতিদিনের মতো সকালে মা রাবার ফ্যাক্টরিতে কাজে গেলে সন্ধ্যায় বাসায় ফিরেন। বাসায় এসে দেখেন শিশুটি চিৎকার করলেও মা প্রথমে বিষয়টি বুঝতে পারেনি। পরে রাতে শিশুটির চিৎকার ও রক্তক্ষরণ দেখে বুঝতে পারে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।


ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান জানান, বুধবার রাতে একটি মেয়ে বাচ্চা তার মায়ের সঙ্গে করে হাসপাতালে নিয়ে আসে। তার মায়ের অভিযোগ তার মেয়েকে কেউ ধর্ষণ করেছে। আমরা ধর্ষণ হওয়া রোগী পাওয়ার পর সাথে সাথে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মেয়ে বাচ্চাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার জন্য ব্যবস্থা করেন।

আরও পড়ুন: নেত্রকোনায় শিশু ধর্ষণ, ময়মনসিংহ মেডিকেলে ভর্তি

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক কাজী রিপন সরকার বলেন, ‘শিশুটির মায়ের অভিযোগ তার সন্তানকে ধর্ষণ করা হয়েছে। পরে শিশুটিকে থানা পুলিশের সহায়তায় রাতেই কিশোরগঞ্জ সদর হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মায়ের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে। আমরা এ বিষয়ে তদন্ত করছি।’

]]>
সম্পূর্ণ পড়ুন