বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, 'আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যে চিঠিপত্রের উল্লেখ করেছেন, তা মূলত আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের দলের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির সিকিউরিটি ডিপার্টমেন্টের মধ্যে হওয়া একটি অভ্যন্তরীণ যোগাযোগ। এটি ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের জন্য বিসিবির অনুরোধের প্রেক্ষিতে আইসিসির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়।'
বিসিবি আরও জানায়, ভেন্যু ব্যবস্থাপনাসংক্রান্ত বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে এবং দলের নিরাপত্তার স্বার্থে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচগুলো স্থানান্তরের অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাবের জন্য বোর্ড এখনও অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন: মুস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির
বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা জানান, আইসিসির সিকিউরিটি টিম তাদের চিঠিতে তিনটি সুনির্দিষ্ট বিষয়ের কথা উল্লেখ করেছে যা ভারতে বাংলাদেশ দলের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। চিঠিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে।
১. বাংলাদেশ দলের পেসার মোস্তাফিজুর রহমানকে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত না করা। ২. বাংলাদেশ দলের জার্সি ও পতাকা নিয়ে দর্শকদের চলাফেরায় সতর্ক করা হয়। ৩. বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা ততটা ঝুঁকিপূর্ণ।
আইসিসির এই বক্তব্যকে কড়া সমালোচনা করেছেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘আইসিসি যদি আশা করে আমরা আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না—তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না। এটি অত্যন্ত উদ্ভট এবং অযৌক্তিক।’
আরও পড়ুন: ভেন্যু পরিবর্তনের বিষয়ে নতি স্বীকার করবে না বাংলাদেশ: আসিফ নজরুল
তিনি আরও বলেন, ‘ভারতের বর্তমান ‘উগ্র সাম্প্রদায়িক’ ও ‘বাংলাদেশ-বিদ্বেষী’ পরিবেশের কারণেই সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে।’
এদিকে ভারতের সঙ্গে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে নিরাপত্তা উদ্বেগের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে প্রতিবেশী দেশটিতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি।
]]>
২ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·