ভেনেজুয়েলার আকাশপথে মার্কিন এয়ারলাইন্সগুলোকে সতর্কতার সঙ্গে ফ্লাইট পরিচালনার আহ্বান যুক্তরাষ্ট্রের

১ দিন আগে
ভেনেজুয়েলার আকাশপথে চলাচলকারী মার্কিন এয়ারলাইন্সগুলোকে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। অঞ্চলটিতে সতর্কতার সঙ্গে ফ্লাইট পরিচালনারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। ৭২ ঘণ্টা আগে কোন রুটে বিমান চলাচল করবে তা জানানোর বাধ্যবাধকতা জারি করা হয়েছে।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, অক্টোবর থেকেই তারা ভেনেজুয়েলার আকাশপথ এড়িয়ে চলছে। সংস্থাটি জানায়, ২০১৯ সাল থেকেই দেশটিতে মার্কিন যাত্রী ও কার্গো বিমানের সরাসরি ফ্লাইট বন্ধ। তবে দক্ষিণ আমেরিকার কিছু রুটে এখনও বিমান চলাচল করে।

 

এদিকে শিগগিরই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন-কারাকাস উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, যুদ্ধ নয় শান্তি চায় তার দেশ।

 

স্থানীয় সময় শুক্রবার (২১ নভেম্বর) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শিক্ষার্থী দিবস উপলক্ষে আয়োজিত মিছিল ও সমাবেশে অংশ নেন প্রেসিডেন্ট মাদুরো। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার প্রসঙ্গ টেনে তরুণদের উদ্দেশ্যে যুদ্ধের বদলে শান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

আরও পড়ুন: নোবেল নিতে ভেনেজুয়েলা ছাড়লে মাচাদোকে ‘পলাতক’ গণ্য করা হবে

 

ভেনেজুয়েলার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে যুক্তরাষ্ট্রে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানান মাদুরো। বলেন, এতে ভেনিজুয়েলার বিরুদ্ধে চলমান মার্কিন যুদ্ধ-হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক সংহতি তৈরি হবে। যুক্তরাষ্ট্রের ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ স্থাপন করো। ভেনেজুয়েলা শান্তি চায়। ছাত্রদের সম্মিলিত কণ্ঠে, বলতে হবে: আমরা যুদ্ধ চাই না।

 

ওয়াশিটন ডিসি-কারাকাস সম্পর্কের দিন দিন অবনতি হচ্ছে। ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোকে মাদুরো প্রশাসন ক্ষমতার চর্চা হিসেবে দেখছে। 

 

এর মধ্যেই ‘কার্টেল দে লস সোলে’ নামে কথিত ড্রাগ-নেটওয়ার্ককে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের দাবি, নিকোলাস মাদুরো ও ভেনেজুয়েলার সামরিক কর্মকর্তারা সংগঠনটির নেতৃত্বে রয়েছেন। যদিও তা অস্বীকার করেছে কারাকাস। 

 

আরও পড়ুন: ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি মাদুরোর

 

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মাদকবিরোধী অভিযানের কথা বলে ক্যারিবীয় সাগরে বিমানবাহী রণতরি, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছেন। সেই সঙ্গে গত সেপ্টেম্বর থেকে মাদকবিরোধী অভিযানের নামে ক্যারিবীয় ও প্রশান্ত অঞ্চলে নৌকায় হামলা চালাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৮৩ জন নিহত হয়েছেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন