ভেনেজুয়েলা ঘিরে ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

২ দিন আগে
ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সামরিক অভিযান ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ ঘোষণা দিয়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। এদিকে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

মাদকবিরোধী অভিযান ঘিরে ক্রমেই তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার বৈরিতা। এবার এই তিক্ত সম্পর্কে নতুন মাত্রা দিল মার্কিন সমর দফতরের এক ঘোষণা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) লাতিন আমেরিকার দেশটিকে লক্ষ্য করে সামরিক অভিযান ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ এর ঘোষণা দেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ।

 

ঘোষণায় তিনি জানান, এ অভিযান মূলত নার্কো বা মাদক সন্ত্রাসীদের লক্ষ্য করে পরিচালনা করা হবে। হেগসেথ দাবি করেন, এ অভিযান যুক্তরাষ্ট্রের জনগণকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করবে।

 

এক এক্স বার্তায় তিনি বলেন, ‘আজ আমি অপারেশন সাউদার্ন স্পিয়ার ঘোষণা করছি। জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার এবং সাউথ কমান্ডের নেতৃত্বে এই মিশন আমাদের স্বদেশকে রক্ষা করবে এবং আমাদের গোলার্ধ থেকে মাদক-সন্ত্রাসীদের অপসারণ করবে।’

 

আরও পড়ুন: পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৩৭

 

তবে এখনও স্পষ্টভাবে জানা যায়নি যে, ভেনেজুয়েলা সংলগ্ন এলাকায় যুক্তরাষ্ট্র যে সামরিক তৎপরতা চালাচ্ছে তারই নতুন নাম ‘সাউদার্ন স্পিয়ার’ নাকি এটি আসলেই বড় অভিযানের সূচনা। মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী, অতিরিক্ত সেনা ও যুদ্ধবিমান এর মধ্যেই সেসব এলাকায় মোতায়েন করা হয়েছে।

 

মার্কিন গণমাধ্যম সিবিএসের এক প্রতিবেদন অনুযায়ী, কারাকাসের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের নানা বিকল্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন পিট হেগসেথ। এর মধ্যে সরাসরি ভূমিতে আঘাত হানার আলোচনায় আছে। তবে ট্রাম্প এখনও ভেনেজুয়েলার ওপর সরাসরি অভিযানের সিদ্ধান্ত নেননি।

 

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এসব মার্কিন পদক্ষেপকে ‘উন্মত্ত যুদ্ধের হুমকি’ বলে প্রত্যাখ্যান করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার কারাকাসে হাজারো যুবসমর্থকদের মিছিলে যোগ দিয়ে ভেনেজুয়েলার নাগরিকদের ওপর নির্যাতন ও আক্রমণের হুমকি দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন তিনি।

 

আরও পড়ুন: সম্ভাব্য মার্কিন হামলা ঠেকাতে গেরিলা যুদ্ধের প্রস্তুতি ভেনেজুয়েলার

 

এদিকে ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সরাসরি ট্রাম্প প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন। এনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি ট্রাম্পকে বর্বর আখ্যা দিয়ে দাবি করেন, এ ধরনের হামলায় নিহত হয়েছেন সাধারণ নৌকাচালক।

]]>
সম্পূর্ণ পড়ুন