ভূমিকম্পে হতাহতের জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের শোক প্রকাশ

২ দিন আগে
ভয়াবহ ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে দলটির আমির আল্লামা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

 

বিবৃতিতে তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তায়ালার নিদর্শন ও হিকমতের অংশ। আজকের ভূমিকম্পে একাধিক প্রাণহানি এবং শতাধিক মানুষের আহত হওয়ার খবর অত্যন্ত হৃদয়বিদারক। আমরা নিহতদের রুহের মাগফেরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই। আল্লাহ তায়ালা সবাইকে ধৈর্য ও সবর দান করুন।

 

আরও পড়ুন: সুরা যিলযালে ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে যা বলা হয়েছে


নেতৃদ্বয় আরও বলেন, রাষ্ট্রীয় প্রস্তুতি ও দুর্যোগ ব্যবস্থাপনার ঘাটতির কারণে প্রাণহানি বাড়তে পারে। বিল্ডিং কোড বাস্তবায়ন, পুরোনো ভবনের নিরাপত্তা যাচাই, জরুরি সেবার দ্রুতগতি এবং জনগণকে সচেতন করা এখন সময়ের দাবি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে।

 

তারা বলেন, মানুষের গুনাহ ও পাপাচারের কারণে আল্লাহর পক্ষ থেকে এ ধরনের পরীক্ষা ও বিপদ আসে। এই সময়ে পুরো জাতির করণীয় হলো দোয়া, ইস্তিগফার, ধৈর্য এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো। ইসলামের শিক্ষা হলো-- মুমিনরা পরস্পরের সহযোগী ও সহমর্মী।

 

আরও পড়ুন: ভূমিকম্প হলে যে দোয়া ও আমল করবেন


নেতৃদ্বয় বলেন, মহান আল্লাহ বাংলাদেশকে সব প্রাকৃতিক বিপদ থেকে হেফাজত করুন এবং এই পরীক্ষার সময়কে উত্তরণে তার অফুরান রহমতে জাতিকে সমৃদ্ধ করুন।

]]>
সম্পূর্ণ পড়ুন