ভূমিকম্পে লন্ডভন্ড মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনালের অনুষ্ঠান

১ সপ্তাহে আগে
র‌্যাম্পে হাটছিলেন প্রতিযোগীরা। তারমধ্যেই ৬.৯ মাত্রার ভূমিকম্প। মুহূর্তেই লন্ডভন্ড সব। ঘটনা ফিলিপাইনের সেবুতে অনুষ্ঠিত মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনাল পেজেন্ট গালা নাইটের।

মঙ্গলবার সন্ধ্যায় সেবুর র‌্যাডিসন ব্লু হোটেলে ৪৩ প্রতিযোগী যখন রানওয়েতে পারফরম্যান্স করছিলেন, তখনই কেঁপে ওঠে মঞ্চ। আতঙ্কে ছুটোছুটি শুরু করেন প্রতিযোগী ও অতিথিরা। কেউ পালিয়ে যান, কেউ বা আশ্রয় নেন টেবিলের নিচে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভয়ঙ্কর দৃশ্য।

 

ঘটনার পর হোটেলের কর্মীরা দ্রুত অতিথিদের নিরাপদে সরিয়ে নেন। বৃষ্টির কারণে অনেকেই আশ্রয় নেন লবীতে। তবে স্বস্তির খবর, কোনো অতিথি বা প্রতিযোগী আহত হননি, যা নিশ্চিত করেছে মিস এশিয়া প্যাসিফিকের কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন: দেশ ছাড়লেন কনটেন্ট ক্রিয়েটর সাহিল সানজান


ভূমিকম্পের কারণে আপাতত স্থগিত করা হয়েছে পরবর্তী আয়োজন। আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গ্র্যান্ড করোনেশন নাইট।

]]>
সম্পূর্ণ পড়ুন