ভুয়া টিকা কার্ড ব্যবহার করায় যুবকের কারাদণ্ড

৪ সপ্তাহ আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় ভুয়া টিকা কার্ড ব্যবহার করে জন্মনিবন্ধনের আবেদন করায় আরমান হোসেন নামে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
 

দণ্ডপ্রাপ্ত আরমান হোসেন নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সুয়াবিল কার্পাসপাড়া এলাকার বাসিন্দা।
 

জানা যায়, জন্মনিবন্ধনের জন্য আবেদন করতে গিয়ে আরমান হোসেন একটি ভুয়া টিকা কার্ড দাখিল করেন। যাচাই-বাছাইয়ের সময় কার্ডটির সত্যতা না পাওয়ায় বিষয়টি ধরা পড়ে। এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ অনুসারে তাকে তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা করা ছেলের আমৃত্যু কারাদণ্ড


এ বিষয় সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, তথ্য গোপন করে নিবন্ধনের আবেদন করায় অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করেছেন। তাই তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন