মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত আরমান হোসেন নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব সুয়াবিল কার্পাসপাড়া এলাকার বাসিন্দা।
জানা যায়, জন্মনিবন্ধনের জন্য আবেদন করতে গিয়ে আরমান হোসেন একটি ভুয়া টিকা কার্ড দাখিল করেন। যাচাই-বাছাইয়ের সময় কার্ডটির সত্যতা না পাওয়ায় বিষয়টি ধরা পড়ে। এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ অনুসারে তাকে তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা করা ছেলের আমৃত্যু কারাদণ্ড
এ বিষয় সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, তথ্য গোপন করে নিবন্ধনের আবেদন করায় অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করেছেন। তাই তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়েছে।