নামাজের কোনো ফরজ ভুলে নির্ধারিত সময়ের আগে বা পরে আদায় করলে, এক ফরজ ডাবল আদায় করলে, নামাজের কোনো ওয়াজিব ছুটে গেলে বা তা আদায়কালে কোনো পরিবর্তন বা বিলম্ব করলে সাহু সেজদা ওয়াজিব হয়ে যায়।
সাহু সেজদা আদায়ের নিয়ম,
শেষ বৈঠকে তাশাহুদ পড়া শেষ করে ডান দিকে সালাম ফেরাবে। তারপর তাকবির বলে নামাজের মতো দুটি সেজদা করে বসে যাবে এবং তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবে। (বুখারি: ১১৫০, ১১৫৩)
জানার বিষয় হলো, কারো সাহু সেজদা ওয়াজিব হয়েছে, কিন্তু তা আদায় করতে ভুলে গেছে, এ অবস্থায় তার পুরো নামাজটাই কি বাতিল হয়ে যাবে?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, সাহু সেজদা ওয়াজিব হওয়ার পর কেউ সাহু সেজদা ছাড়াই নামাজ শেষ করলে তার নামাজ বাতিল হয়ে যাবে। তবে সালাম ফেরানোর পর নামাজ পরিপন্থি কোনো কাজ (যেমন কথা বলা, মসজিদ থেকে বের হয়ে যাওয়া ইত্যাদি) না করে থাকলে তখনই সাহু সেজদা আদায় করে নিলে ওই নামাজ হয়ে যাবে।
ইবরাহীম নাখায়ি (রহ.) বলেন,
সাহু সেজদা করে নেবে, যতক্ষণ মসজিদ থেকে বের না হয় এবং কথা না বলে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, বর্ণনা: ৪৫১৪)
আরও পড়ুন: রমজানের কাজা রোজা ও শাওয়ালের রোজা একসঙ্গে রাখা যাবে?
কিন্তু বিপরীতে যদি সালাম ফিরিয়ে নামাজ ভঙ্গ হওয়ার মতো কোনো কাজ করে ফেলে, সেক্ষেত্রে সাহু সেজদা আদায়ের আর সুযোগ থাকে না। তখন ওই নামাজ পুনরায় পড়ে নিতে হবে। (কিতাবুল আছল: ১/২০০; শরহু মুখতাসারিত তহাবি, ইসবিজাবি: ১/৩৫২; খুলাসাতুল ফতোয়া: ১/১৭৯; শরহুল মুনইয়া, পৃ-৪৬৪; আদ্দুররুল মুখতার: ২/৯১)