শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ তুলে ধরেন ছাবেয়া অটো রাইস মিলস লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ মোরশেদুল আলম ডালিম। এ সময় মিলের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
লিখিত অভিযোগে তিনি জানান, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি পাগলাপীরের অধীন তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক ছাবেয়া অটো রাইস মিলস লিমিটেডের আগস্ট মাসের বিদ্যুৎ বিল দেয়া হয়েছে ২৬ লাখ ৮১ হাজার ৩৪৭ টাকা। অথচ মূল বিল দেখানো হয়েছে মাত্র ৩ লাখ ১৪ হাজার ১৪৭ টাকা। ২২ সেপ্টেম্বর বিলটি ব্যাংকে জমা দিতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ ও গ্রাহক উভয়েই বিভ্রান্তিতে পড়েন কোন অঙ্কের বিল গ্রহণ করা হবে তা নিয়ে।
এ বিষয়ে ছাবেয়া অটো রাইস মিলসের পক্ষ থেকে তারাগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে তারা কোনো সঠিক জবাব দিতে পারেনি। ফলে বাধ্য হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান মিল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: বৃষ্টিতে জলাবদ্ধতা, রাতে ‘ভুতুড়ে নগরী’ জামালপুর বিসিক
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, তারাগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) প্রায়ই ছাবেয়া অটো রাইস মিলে পরিদর্শনে এসে অহেতুক বিভিন্ন সমস্যা দেখিয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে বলতেন।
তিনি দম্ভভরে বলতেন— ‘আমি শুধু এজিএম না, সমিতির ডিজিএমের দায়িত্বও পালন করি।’
ম্যানেজার মোরশেদুল আলম ডালিম অভিযোগ করেন, ঐ এজিএমের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ না করায় ইচ্ছাকৃতভাবে আগস্ট মাসের ভুতুড়ে ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল তৈরি করা হয়েছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘটনায় তদন্ত করে সংশ্লিষ্ট দায়ী ও দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।