৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে, সে ঘোষণা আগেই দিয়ে রেখেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এতদিন কোনো দল পাচ্ছিল না বাফুফে। শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে রাজি হয়েছে ভুটান। তবে ম্যাচটি ৫ জুনের পরিবর্তে অনুষ্ঠিত হবে ৪ জুন।
ভুটানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, ৫ জুন নয়, একদিন আগে হলে তারা রাজি। বাফুফের সেই শর্ত মেনে না নেয়া ছাড়াও কোনো উপায় ছিল না। যে কারণে ৫ জুনের পরিবর্তে ৪ জুন ভুটানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।
আরও পড়ুন: ৪৮ দলের বিশ্বকাপের অনুমোদন দিলো ফিফা
গত বছর চারটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে দুটিই ছিল ভুটানের বিপক্ষে। অন্য দুটি ম্যাচ ছিল দক্ষিণ এশিয়ার আকের দেশ মালদ্বীপের সঙ্গে। দুই দেশের বিপক্ষেই সিরিজ ড্র করেছিল বাংলাদেশ।
ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। সর্বশেষ ২০২০ সালের ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে এই স্টেডিয়ামে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তারপরই শুরু হয়ে যায় স্টেডিয়ামটির সংস্কার কাজ।
আরও পড়ুন: লেভারকুসেন ছাড়ার ঘোষণা আলোনসোর, গন্তব্য কি রিয়াল মাদ্রিদই
তবে ৪ জুন ভুটানের বিপক্ষে সমিত সোমকে পাচ্ছে না বাংলাদেশ। কারণ, ১ জুন কানাডায় তার লিগ ম্যাচ আছে। অন্যদিকে এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে অভিষেক হয়ে যেতে পারে হামজা চৌধুরীর। তার আগে গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর।
]]>