থিম্পুতে বুধবার (২০ আগস্ট) স্বাগতিকদের ৩-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। তবে অগোছালে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না। যে কটি শট লক্ষ্য খুঁজে নিচ্ছিলো, সেগুলোও ঠেকিয়ে দিয়ে লাল সবুজদের হতাশ করছিলেন ভুটানের গোলরক্ষক কেলজ্যাং ওয়াংমো। ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই বক্সের ৬ গজ দূরত্ব থেকে আলপি আক্তারের নেয়া শট ঠেকিয়ে দেন তিনি। ২০তম মিনিটে ওয়ান অন ওয়ান পজিশনে গোল করতে ব্যর্থ হন সৌরভী আকন্দ প্রীতি। ২৯তম মিনিটে বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে নেয়া ক্রানুচিং মারমার শটও ঠেকিয়ে দেন ভুটানের গোলরক্ষক।
৩৪তম মিনিটে কর্নার থেকে সতীর্থের ক্রস হেড নেন আলপি। তবে সেটি ভুটানের এক ডিফেন্ডারের বাধায় জালে জড়ায়নি। শেষমেশ প্রথমার্ধের যোগ করা সময়ে সাফল্যের দেখা পায় বাংলার মেয়েরা। আরিফা আক্তারের ক্রস বক্সে পেয়ে দুর্বল হেড নেন প্রীতি। তবে ভুটানের গোলরক্ষক এগিয়ে আসায় বিনা বাধায় বল জালে জড়ায়।
আরও পড়ুন: অভিষেক ম্যাচে নিজের পারফরম্যান্স নিয়ে যা বললেন প্রবাসী ফুটবলার
বিরতির পরও একই ধারায় আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ। ৫৪তম মিনিটে দারুণ এক গোলে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন আলপি। বক্সের ঠিক বাইরে থেকে নেয়া তার নিঁখুত শট ভুটান গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়।
সাত মিনিট পর গোলরক্ষকের অদক্ষতায় গোল হজম করে বসে বাংলাদেশ। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে বক্সে ঢুকে দুর্বল শট নিয়েছিলেন কুয়েনদেন সোনাম। সামনে পড়ে লাফিয়ে ওঠা বল গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন গোলরক্ষক মেঘলা রানী রায়। বল নাগালে পেয়ে সহজ শটে জালে জড়ান রিনজিন ডেমা চোদেন। ৬৫তম মিনিটে বাঁ কর্নার থেকে সতীর্থের ক্রস বক্সে পেয়ে দুবারের চেষ্টায় জালে জড়িয়ে ব্যবধান আবার বাড়িয়ে নেন আলপি। তিন মিনিট পর চতুর্থ গোলের দেখাও পেয়ে যাচ্ছিল বাংলাদেশ। তবে গোলবারে এক ডিফেন্ডারের নৈপুণ্যে গোল হজম থেকে রক্ষা পায় ভুটান।
ম্যাচের শেষ পর্যন্ত গোলের উদ্দেশে আরও একাধিক শট নেয় লাল সবুজরা। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে না পারায় ৩-১ গোলের জয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।
আরও পড়ুন: বাংলাদেশ অধিনায়ক আফিদার প্রশংসা করল 'দ্য গার্ডিয়ান'
আগামী শুক্রবার (২২ আগস্ট) সাফ যাত্রায় নিজেদের দ্বিতয়ি ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৭-০ ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা।
]]>